শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

চতুর্থদিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

চতুর্থদিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থদিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। সরেজমিনে দেখা গেছে অনশনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। 

 শনিবার (১ ফেব্রুয়ারি) তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

গত বুধবার বিকেল থেকে অনশনে আছেন ৬ জন। এছাড়া গণঅনশনে অংশ নিয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা। দীর্ঘসময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেয়া হচ্ছে কয়েকজনকে।

শিক্ষার্থীদের অ‌ভি‌যোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার, মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এদিকে, বিকেল ৪টার মধ্যে স্বীকৃতি না আসলে ঢাকা উত্তর সিটি এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন করার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। যাতে সড়ক এবং রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা।