বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

‘অনেক আশা করে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

‘অনেক আশা করে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘অনেক আশা-ভরসা করে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। এখন তারা ব্যর্থ হলে বিএনপি ও জনগণ ব্যর্থ হবে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ি হাই স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ছয় মাসেও দ্রব্যমূল্য না কমা, বিদ্যালয়গুলোতে এখনও পাঠ্য বই না পাওয়াসহ বিভিন্ন কাজে অন্তর্বর্তী সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

গত ১৫ বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে খোকন বলেন, ‘কিছু কিছু দল এখন চাইছে না ভোট হোক। সংস্কারের নামে তারা ক্ষমতায় থাকতে চায়। এতে দেশের ক্ষতি হবে। নির্বাচন দেরিতে হলে স্বৈরাচারের দোসররা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ তাদের কাছে অনেক টাকা আছে। এমনটা হলে সরকারের ওপর মানুষের আস্থা উঠে যাবে।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনামুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ।