বুধবার, আগস্ট ৬, ২০২৫
logo

দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব পৌঁছেছেন বাবর


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব পৌঁছেছেন বাবর

দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব পৌঁছেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এর আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে বহনকারী ফ্লাইট দুবাই অবতরণ করলে সেখানে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেন।

তার ব্যক্তিগত সহকারী হায়দার আলী জানান, এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব ইবনে জামান।

পরে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই টার্মিনাল থ্রি থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি।