সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
logo

মস্কোর দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৪ এএম

মস্কোর দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন

রাশিয়া জানিয়েছে, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর দেওয়া শর্ত এখনো ইউক্রেন পূরণ করেনি।

কিয়েভ রাশিয়ার শর্তগুলো মেনে নিলেই তবে ইউক্রেন সংকটের সমাধান হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

 

গত ২৪ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে মস্কো জোর দিয়ে বলে আসছে, ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা তার নেই বরং ইউক্রেনকে নাৎসিমুক্ত করাই একমাত্র অভিযানের লক্ষ্য।

 

রাশিয়ার এ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে।

 

পেসকভ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাৎ সম্পর্কে জানান, ইউক্রেন পরিস্থিতি কতটা রাশিয়ার অনুকূলে আসে তার ওপর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে।

 

তিনি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান এগিয়ে যাচ্ছে এবং মস্কো তার লক্ষ্যগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত এ অভিযান চলবে।