আজকের বাংলা ডেস্ক প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে নভেম্বরে এর দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এই দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।