শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
logo

৪৬ অধস্তন আদালত পরিদর্শনে যাচ্ছেন ১৭ বিচারপতি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৩ এএম

৪৬ অধস্তন আদালত পরিদর্শনে যাচ্ছেন ১৭ বিচারপতি

অধস্তন আদালতগুলোর বিচারকাজ নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৪৬টি জেলা আদালতগুলো পরিদর্শনে যাচ্ছেন হাইকোর্টের ১৭ বিচারপতি। দুই পর্বে ভাগ হয়ে এ সফরে যাবেন বিচারপতিরা। প্রথম পর্বের সফর শুরু হয়েছে সোমবার থেকে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের সফর শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রায় দেড় মাসব্যাপী দুই পর্বের এ সফরে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতও পরিদর্শন করবেন বিচারপতিরা। ২৮ আগস্ট সংশ্লিষ্ট আদালতগুলোতে এ সংক্রান্ত অফিস আদেশ পাঠানো হয়েছে বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, অধস্তন আদালত সফরকালে বিচারপতিরা সংশ্লিষ্ট জেলাগুলোতে মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য যাচাই, অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি মামলা নিষ্পত্তির গতি বাড়াতে বিচারকদের নানা ধরনের দিকনির্দেশনা দেওয়া হবে।

জানতে চাইলে সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানায়, এটা নিয়মিত কাজ। অবকাশকালে বিচারপতিরা এ পরিদর্শন করে থাকেন। আর বিচারপতিদের সুবিধাজনক সময় অনুযায়ী সেপ্টেম্বর মাসে দুভাগে বিভক্ত হয়ে এ পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। এরপর মনিটরিং কমিটিও পরিদর্শনে যাবে।

 

পরিদর্শক দলের ১৭ বিচারপতি কে কোন জেলায় যাচ্ছেন : প্রথম পর্বে বিচারপতি মো. রেজাউল হক বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। বিচারপতি মো. রইসউদ্দিন বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা। বিচারপতি মো. হাবিবুল গনি কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান। বিচারপতি মো. রুহুল কুদ্দুস নওগাঁ ও রাজশাহী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুর। বিচারপতি জাহাঙ্গীর হোসেন চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর। বিচারপতি মো. ইকবাল কবির লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম এবং বিচারপতি ফাতিমা নাজিব নরসিংদী ও গাজীপুর জেলা আদালত পরিদর্শন করবেন।

 

দ্বিতীয় পর্বে বিচারপতি রেজাউল হাসান মুন্সীগঞ্জ, নোয়াখালী ও ফরিদপুর। বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী যশোর, মাগুরা ও নড়াইল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন মানিকগঞ্জ ও ময়মনসিংহ। বিচারপতি মো. বদরুজ্জামান শেরপুর ও টাঙ্গাইল। বিচারপতি এএনএম বশিরউল্লাহ বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী পটুয়াখালী, মাদারীপুর ও শরীয়তপুর এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা আদালত পরিদর্শন করবেন।