নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম
এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দুই শিক্ষার্থী হলেন ইমা আক্তার ও রেজওয়ান আহমেদ। আজ সোমবার তাঁদের হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
ইমা আক্তার এবার ভর্তি পরীক্ষায় ফরিদপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তাঁকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত খবরে বলা হয়, ‘সুযোগ পেয়েও ইমার ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁর দরিদ্র পিতার পক্ষে মেডিকেলে পড়ালেখার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।’ খবর পেয়ে ইমার ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম আজ তারেক রহমানের পক্ষে ভর্তির খরচ ও শিক্ষাসামগ্রী কেনার প্রয়োজনীয় নগদ অর্থ ইমা আক্তারের হাতে তুলে দেন। ইমা আক্তার ও তাঁর বাবা তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম এবং ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একইভাবে এবার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রেজওয়ান আহমেদের ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার জন্য প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা দিয়েছেন তারেক রহমান। রেজওয়ানের বাড়ি খুলনায়।
তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির পক্ষে রেজওয়ান আহমেদের ভর্তির ব্যয় ও শিক্ষা সামগ্রী কেনার জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য কে এম বাবর, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অমল চন্দ্র পাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক এম আর হাসান, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল উপস্থিত ছিলেন।