এখনও ৩৩,০০০ বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন
আজকের বাংলা ডেস্ক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পর বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী ১২,০০০ বিদেশি নাগরিক গত ৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। এসব ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছিলেন।
জানা গেছে, গত ৮ ডিসেম্বরের পর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর এবং অন্যান্য স্থলবন্দর থেকে এক্সিট ভিসা নিয়ে বাংলাদেশ ছেড়েছেন বিদেশি নাগরিকরা। এসব নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের জন্য প্রায় ১৫ কোটি টাকা জরিমানা দিয়েছেন। এখনও প্রায় ৩৩,০০০ বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, প্রায় ৪,৫০০ বিদেশি নাগরিক বৈধভাবে অবস্থানের জন্য বিভিন্ন সংস্থার মাধ্যমে আবেদন করেছেন। প্রকৃত অবৈধ নাগরিকের তুলনায় এই সংখ্যা অনেক কম। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই হচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এসব অবৈধ নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে মন্ত্রণালয়।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন–প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশ-এর পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড লিয়াঁজো ব্যুরো)।
টাস্কফোর্স বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে।
এর আগে, ১৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ৩১ জানুয়ারির পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।