বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০২ এএম

২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা

চলতি শিক্ষাবর্ষে দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হবে।

 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বিত ভর্তি কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত আসে।

 

সভায় উপাচার্যদের পাশাপাশি মন্ত্রণালয় ও ইউজিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এবার ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি চেয়ারম্যান, দুজন সদস্য ও একজন পরিচালকের উপস্থিতিতে যে সভা হয়েছে, সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।