বৃহস্পতিবার, মে ২, ২০২৪
logo

রাঙামাটি শহরে চলছে ৩২ ঘন্টার হরতাল


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৯ এএম

রাঙামাটি শহরে চলছে ৩২ ঘন্টার হরতাল

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকে রাঙামাটি শহরে ৩২ ঘন্টার হরতাল চলছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। মঙ্গলবার  (০৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৩২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে, যা বুধবার দুপুর ২টায় শেষ হবে। হরতালের কারণে রাঙামাটি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো যানবাহন চলাচল করছে না।

সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পিকেটিং করছে নাগরিক পরিষদের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে কর্মীরা। এছাড়া শহরে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি কোনো বাস ও লঞ্চ। জেলা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ জরুরি কাজে পায়ে হেটে চলাচল করছে।

তবে এই হরতালকে কেন্দ্র করে শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, আগামী ৭ তারিখ ভূমি কমিশনের বৈঠক আহবান করা হয়েছে। চেয়ারম্যান যাতে এ বৈঠকে আসতে না পারে এবং সভা প্রতিহতসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে  হরতাল পালন করা হচ্ছে। এ ভূমি কমিশন বাস্তবায়ন হলে পার্বত্য চট্টগ্রামের ৫৪ শতাংশ বাঙালি ভূমিহীন হয়ে পড়বে।