বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
logo

ফটিকছড়িতে ৮ দোকান আগুনে পুড়ে ছাই


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

ফটিকছড়িতে ৮ দোকান আগুনে পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টায় কাজিরহাট বাজারের উত্তর মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে মিষ্টির দোকান, হার্ডওয়্যারের দোকান, ভাতের হোটেল, চাউল, ফার্নিচারের দোকানসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে যায়।

লেপ-তোষক ব্যবসায়ী তসলিম উদ্দিন বলেন, ‘আমার দুটি দোকান পুড়ে সব শেষ। একটি মালামালও অক্ষত অবস্থায় ফিরে পাইনি। এ ক্ষতি কিভাবে পূরণ করব!’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগেই ৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।’