বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
logo

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। 

 

গতকাল (বুধবার) রাত ১০টার দিকে জেলার নতুন বাজার সংলগ্ন ভোলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্র-জনতা। মিছিলটি নিয়ে তারা জেলা শহরের বাংলাস্কুল মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজারের শহীদ নূরে আলম চত্ত্বরে গিয়ে শেষ হয়,এবং সেখানে সমাবেশ করেন তারা।

 

সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই আগস্টে বাংলাদেশে গণহত্যা চালিয়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছেন এবং ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে। নতুন করে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ ভার্চ্যুয়ালি বক্তব্য দিয়েছেন,আমরা তার ওই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। 

 

বক্তারা আরও বলেন,গত ১৬ বছরে দেশে গণহত্যা, গুম, খুনের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা দিতে হবে। একই সাথে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তারা।

 

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমি, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সভাপতি মো. আরমানসহ অনেকে।