আজকের বাংলা ডেস্ক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ২,৯২৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪৭,৮১৮ টাকা। স্বর্ণের এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত ১ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৪৪,৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
দাম বাড়ানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৭,৮১৮ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪১,০৯৯ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ২০,৯৪৪ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৯,৫২৯ টাকা।
এর আগে গত জানুয়ারি মাসে তিনবার বেড়েছিল স্বর্ণের দাম। এরপর গত ফেব্রুয়ারি সর্বশেষ বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। সে অনুযায়ী বুধবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম স্বর্ণ ১ লাখ ৪৪,৮৯০ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৩৮,৩০০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ১৮,৫৪১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৯৭,৪৭৬ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী— ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।