শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

নলছিটিতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২


ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম

নলছিটিতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

 

 

ঝালকাঠির নলছিটিতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. বাকিয়ার মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। 

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের জিরো পয়েন্ট কাঠেরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহত বাকিয়ার মোল্লা লেবুখালি সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন- সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতাকর্মী মো. আরিফুল ইসলাম ও অটোরিকশার চালক মো. বাবু আহত। আহতরা বরিশাল শেবাচিম চিকিৎসাধীন। 

 




নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিজেদের ব্যবসার সবজি ক্রয় করে সিএনজিচালিত অটোরিকশায় করে বরিশাল থেকে লেবুখালী ফিরছিলেন তারা। পথে নলছিটি জিরো পয়েন্টে ও খেজুর তলার মাঝামাঝি স্থানে ঘন কুয়াশায় কারণে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল পিকআপে করে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নতাকর্মী মো. বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে মেডিকেলের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।