মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
জামালপুরে বাংলাদেশ ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জামালপুর জেলা শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি সামসুদ্দিন সোলাইমান, এড. সুলতান মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তার বলেন, ১৯৭৭ এর ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রশিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।