আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম
শীত, গ্রীষ্ম বা বর্ষা সকল ঋতুতেই আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে ছত্তারহাট সবজি হাট জমজমাট থাকে বারো মাস। ভোর সাড়ে ৫টা থেকে আশপাশের গ্রামের কৃষকরা টাটকা সবজি ভ্যানগাড়ি বা মাথায় করে নিয়ে আসেন এখানে। সড়ক দখল করে সপ্তাহে দু’দিন শনিবার ও মঙ্গলবার হাট বসে ছত্তারহাটে।
ব্যস্ততম সড়ক হওয়ায় এখানে ঝুঁকি নিয়েই চলে সবজি বেচা-কেনা। হাটের কারণে কখনও কখনও দূরপাল্লার যানবাহন আটকাপড়ে সৃষ্টি হয় যানজটের। দুর্ভোগ পোহাতে হয় চালক ও যাত্রীদের। ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরজমিনে দেখা গেছে, কৃষকরা তাদের খেত থেকে টাটকা সবজি তুলে হাটে বিক্রি করতে এসেছেন। জায়গা সঙ্কুলান না হওয়ায় মূল হাটের জায়গার পাশাপাশি সড়কের ওপর সবজি সাজিয়ে রেখেছেন অনেকেই। ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে উঠেছে সবজি বাজার।ইউনিয়ন পরিষদ থেকে তেমুহনী পর্যন্ত বিক্রেতারা সড়কের দুইপাশে পণ্যের পসরা নিয়ে বসেন। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে পণ্য কিনেন, মাছ কাটান। ক্রেতা-বিক্রেতার ভিড় থাকে দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত। এ সময় সড়কে সারি সারি গাড়ি জটলায় দাঁড়িয়ে থাকে।এছাড়া গাড়ি ধাক্কায় ও চাপা পড়ে দুর্ঘটনার শিকার হন পথচারীরা।
বাজারে সবজি ও মাছ কিনতে আসা হাইলধর ইউনিয়নে বাসিন্দা তানিফা আকতার বলেন, উপজেলার অন্যান্য বাজারের তুলনায় ছত্তারহাট বাজারে কিছুটা সস্তায় পণ্য পাওয়া যায়। সেই কারণে এই বাজারে আসা।তবে সড়কে যানবাহনের সাথে পালা দিয়ে দাঁড়িয়ে বাজার করাটা অস্বস্তিকর। নির্ধারিত শেড নেই, বাজার ব্যবস্থাপনাটাও খুবই বাজে।
হাটুরেরা জানান, অন্য জায়গায় সবজির হাট নিয়ে গেলে ভাল হয়। তবে বিকল্প স্থানে হাট সরিয়ে নিলে বিক্রি কম হবে। কারণ এ হাট দীর্ঘদিনের।
যানজটে আটকে থাকা ট্রাক ড্রাইভার আমিনুল ইসলাম বলেন, প্রায়ই এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। হাটের দু’দিন এ সড়কে ঢোকা খুবই কষ্টকর।
স্থানীয় গণমাধ্যম কর্মী ও ছত্তার হাট ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, আমি নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করি, সাপ্তাহিক হাটের দুইদিন রাস্তার উপর অস্থায়ী দোকান বসে। যে কারণে সকাল থেকে যানজট লেগে থাকে। হাটের এই দুই দিন নিদারুণ কষ্টে থাকেন পথচারীরা। কাঁচাবাজারের জন্য নির্ধারিত জায়গায় হাট বসাতে বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের ওপর বাজার বসার কারণে যানজটসহ চলাচলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বাজারটির জন্য নির্ধারিত জায়গার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি।