সোমবার, এপ্রিল ২১, ২০২৫
logo

প্লিজ, এবার শান্ত হোন: মিজানুর রহমান আজহারি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম

প্লিজ, এবার শান্ত হোন: মিজানুর রহমান আজহারি

ধানমন্ডি-৩২, সুধাসদনসহ সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি-কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসোগের ঘটনা উল্লেখ করে সবাইকে এখানেই থেমে যাওয়ার আহবান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক পোস্ট দিয়েছেন তিনি।

 

পোস্টে তিনি বলেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি।’

 

তিনি লিখেছেন, ‘এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!’