শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫
logo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজার রিসোর্টে আগুন


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজার রিসোর্টে আগুন

 

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. শরীফ কামালের হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর গ্রামে হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও গতকাল রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে সব কিছু ভেঙে তারপর আগুন লাগিয়ে দেন।

মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম জানান, রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।