সোমবার, এপ্রিল ২১, ২০২৫
logo

জাফলংয়ের পাহাড়ি পথে ব্যতিক্রমী মোটরসাইকেল রেস


ক্রিয়া ডেস্ক প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

জাফলংয়ের পাহাড়ি পথে ব্যতিক্রমী মোটরসাইকেল রেস

সিলেটের জাফলংয়ে পাহাড়ি পথে আঁকাবাঁকা পাথুরে রাস্তায় হয়ে গেলো অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন টু। এতে সারাদেশ থেকে আগত ৭৫ জন মোটরসাইকেল রেসারের অংশগ্রহণ করেন। 


বাংলাদেশ বাইকিং কমিউনিটির আয়োজনে ও দেশি বাইকারের পার্টনারশিপে দিনব্যাপী এই ট্রেক ট্রেইল দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে ১ হাজার জনের বেশি নিবন্ধিত দর্শক উপস্থিত হন।


মোটো ম্যাডনস বিডির আয়োজক এইচ আর হাসিব বলেন, 'ছোটবেলা থেকে দেখতাম মোটরসাইকেল নিয়ে মানুষ হাইওয়েতে রেস করে। হাইওয়ে রেস করার জায়গা না কিন্তু বাংলাদেশে মোটো ওয়ান বা মোটো ২ এমন কোন রেসিং প্ল্যাটফর্মও নেই যেহেতু অর্থনৈতিকভাবে আমরা অস্বচ্ছল দেশ। এখানে আমি চেষ্টা করেছি সিলেটের সৌন্দর্যকে কাজে লাগিয়ে একটা ট্রেইল ট্রেক তৈরি করার।'


তিনি জানান, মূল প্রতিযোগিতা দুই সেগমেন্টে বিভক্ত, ডার্ট বাইক রেসিং এবং কমিউটার বাইক রেসিং। নির্ধারিত ট্রেইল ট্রেলে প্রত্যেক রেসার একে একে লড়াই করেন এবং সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ট্রেক কমপ্লিট করা রেসার বিজয়ী হন। দিনব্যাপী কনটেস্ট শেষে ডার্ট বাইক সেগমেন্টে ১৫ জন প্রতিযোগীর মধ্যে ৬ জন এবং কমিউটার বাইক সেগমেন্টে ৬০ জন প্রতিযোগীর মধ্যে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।


হাসিব বলেন, 'একজন রেসার যাতে মহাসড়কে নয় বরং নির্ধারিত ট্রেকে রেস করেন এই বিষয়টি আমরা প্রমোট করছি। আমাদের দেশে এখন একজন আন্তর্জাতিক মোটরকার রেসার আছেন, অভীক আনোয়ার। আমরা বিশ্বাস করি একদিন এখান থেকে মোটরসাইকেল রেসাররা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।'


ঢাকা থেকে আসা বাইকার আব্দুল্লাহ ইশতিয়াক বলেন, 'আমরা যারা বাইকার আছি আমরা ট্যুর দিচ্ছি দেশে বিদেশে, কিন্তু কখনো ডার্ট প্র্যাকটিস করিনি। এই প্রথমবার আমরা ডার্টে চালাচ্ছি, ডার্ট প্র্যাকটিস করছি। আমার হিসেবে এটা আসলে আমাদের স্পোর্টস সেগমেন্টে একটা এন্ট্রি থাকা উচিত এবং আমরা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেতে পারি।'


বাংলাদেশে কাওয়াসাকি বাইকের লিড রেসার ও ব্র্যান্ড এম্বাসেডর আবু সাঈদ বলেন, 'খুবই ভালো আয়োজন, একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ডার্ট রেসের আইডিয়াটা দেশে ধীরে ধীরে পরিণত হচ্ছে। এই ধরণের পাথুরে রাস্তা পুরোপুরি অফরোড ট্রেক ট্রেইল বলতে পারি। এভাবে ধীরে ধীরে স্কিল বিল্ড করে আমরাও একদিন যাতে আন্তর্জাতিক রেসে যেতে পারবো বলে আমার বিশ্বাস।'


রেসিংয়ের মুল ইভেন্ট ছাড়াও রয়্যাল এনফিল্ড, সিএফ মোটরস ও ইয়ামাহা এর সৌজন্যে বিভিন্ন মোটরসাইকেলে টেস্ট ড্রাইভের সুবিধা রাখা হয় যেখানে কয়েকশত মোটরসাইকেলপ্রেমী নিজেদের পছন্দের বাইক চালিয়ে দেখার সুযোগ পান।