নিজস্ব প্রতিবেদক, সিলেট: প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
এক নাগাড়ে ৪০ দিন নামাজ আদায় করে সাইকেল পুরষ্কার পেয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার ৮ জন শিশু-কিশোর।
জানা যায়, গত বছরের ১০ নভেম্বর বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ারগাঁও আঞ্চলিক শাখা তালামীয স্থানীয় শিশু ও কিশোরদের অংশগ্রহণে ৪০ দিন ব্যাপী ৫ ওয়াক্ত নামাজ আদায় প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিজয়ী ৮ জন প্রতিযোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ী ৮ জনই শিশু ও কিশোর। বিজয়ীরা হলেন- সাঈদ আহমদ, সজীব আহমদ, তানেল আহমদ, শেখ তানিম আহমদ, নাবিল আহমদ, তানভির আহমদ, রায়হান আহমদ ও বিজয় আহমদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাখা সভাপতি সাজন আহমদের সভাপতিত্বে, জুয়েল শাহ ও মামুন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এই আয়োজন আমাদের প্রজন্মের মধ্যে ইসলামের মূলনীতিগুলোর প্রতি উপলব্ধি ও আস্থা গড়তে সাহায্য করবে। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে শিশু ও কিশোররা একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব পালন করছে, অন্যদিকে তাদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে উঠবে। এই উদ্যোগ শুধু নামাজের প্রতি ভালোবাসা নয়, বরং তাদের মাঝে ইসলামের শুদ্ধ পথের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, কবি, সাহিত্যিক ও সাংবাদিক হেলাল নির্ঝর, স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুল করিম, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ রেদওয়ান হোসেন, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সংগঠনটির সিলেট পশ্চিম জেলা সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মারুফ আলম মিজু, সাবেক সহ সভাপতি মনজুর হোসেন, শেখ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, হাড়িয়ারগাঁও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম, পূর্ব গৌরীপুর ইউনিয়নের প্রচার সম্পাদক আহমেদ হাসান জুমান, হাড়িয়ারগাঁও হাওরতলা জামে মসজিদের ইমাম হাফিজ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীন মুরুব্বী মশররফ আলী, শেখ সাইদুল ইসলাম, মতছির শাহ, গফুর আলী, নেফুর আলম, দিলু মিয়া খাঁন, রিয়াজ উদ্দিন গেন্দু, মিজু আহমেদ খাঁন, শাহীন আলম, আয়ূব আলী, বাচ্চু মিয়া, ইসমাইল আলী, করিম শাহ, ফয়াজ খাঁন, শেখ জাহেদ আহমদ, চঞ্চল মিয়া, জুবেল আহমদ, জুনেল খাঁন, বদরুল খাঁন, মুকিত মিয়া প্রমূখ।
আয়োজকরা জানিয়েছেন, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সহযোগীতা করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। বিজয়ী ৮ জন ছাড়াও অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়েছে। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।