মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম
ঠাকুরগাঁও জেলায় এবছর লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। জেলাজুড়ে লিচু বাগানগুলোতে মুকুলের সমারোহে বাগান মালিকরা বেশ আশাবাদী। জেলায় মোট ৬৪১টি লিচু বাগানে প্রায় ২৮১ হেক্টর জমি জুড়ে লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ বছর লিচু উৎপাদনে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলাজুড়ে বিভিন্ন উপজেলায় লিচু চাষ ব্যাপকভাবে বিস্তৃত। সদর উপজেলায় সবচেয়ে বেশি, ১৩০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এছাড়া, পীরগঞ্জ উপজেলায় ১০৭ হেক্টর, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯ হেক্টর, রানীশংকৈল উপজেলায় ১৯ হেক্টর এবং হরিপুর উপজেলায় ৬ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আলমগীর কবির জানান, “এবার লিচুর মুকুল খুব ভালো এসেছে। আমরা বাগান মালিকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং বাগানের পরিচর্যার দিকেও গুরুত্ব দিচ্ছি। আবহাওয়া যদি অনুকূলে থাকে, তবে এ বছর লিচুর ভালো ফলন হবে।”
পীরগঞ্জ উপজেলার লিচু বাগান মালিক জামাল হোসেন জানান, “গাছে প্রচুর মুকুল এসেছে। কৃষি কর্মকর্তারা সবসময় আমাদের পরামর্শ দিচ্ছেন। সঠিকভাবে পরিচর্যা করলে ভালো ফলন হবে বলে আশা করছি।” একই অভিমত সদর উপজেলার বাগান মালিক বদরুলের। তিনি বলেন, “লিচু গাছে এ বছর প্রচুর মুকুল এসেছে। গাছের যত্ন এবং সময়মতো সার ও কীটনাশক ব্যবহারের বিষয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।
লিচু চাষে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠাকুরগাঁওয়ের আবহাওয়া বর্তমানে অনুকূল থাকায় মুকুলের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। তবে ঝড়-বৃষ্টি হলে মুকুল ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই বাগান মালিকরা ঝড়-বৃষ্টি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিচ্ছেন।
কৃষি কর্মকর্তারা জানান, মুকুলের পর্যাপ্ত পরিচর্যা যেমন সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ, গাছে পর্যাপ্ত পানি সরবরাহ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে লিচুর বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব হবে।
ঠাকুরগাঁওয়ের লিচু শুধুমাত্র স্থানীয় বাজারেই নয়, দেশের অন্যান্য জেলাতেও বেশ জনপ্রিয়। এ বছর ভালো ফলন হলে লিচুর বাজারজাতকরণে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগান মালিকরা আশা করছেন, ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়া গেলে তারা আর্থিকভাবে উপকৃত হবে।
ঠাকুরগাঁওয়ের লিচু চাষিদের জন্য এ বছর একটি আশাব্যঞ্জক সময় হতে পারে। বাগানগুলোতে মুকুলের সমারোহ এবং কৃষি বিভাগের সহযোগিতা চাষিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তবে চূড়ান্ত ফলনের জন্য আবহাওয়া অনুকূলে থাকা এবং সঠিক পরিচর্যার গুরুত্ব অপরিসীম। এবার লিচুর ভালো ফলন হলে ঠাকুরগাঁও লিচু উৎপাদনের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।