রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


আর.এ.জাবেদ, ফেনী প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ পিএম

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোবার দুপুরে দাগনভূঞা শহরের আতাতুর্ক হাইস্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে  বিএনপি নেতা আকবর হোসেন গ্রুপের সঙ্গে ছাত্রদল নেতা ফটিকের গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় অন্তত ১০ জন আহত হন।


পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে নোয়াখালী-ফেনী মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।


দাগনভুঞা থানার তদন্ত কর্মকতা মো. আলী জানান, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে বিএনপির আকবর ও ফটিক গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।