নিজস্ব প্রতিবেদক, সিলেট: প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম
সিলেটের দক্ষিণ সুরমা থানায় ম্যারাথন রানিং জনপ্রিয় করার জন্য দীর্ঘ ৬ বছর থেকে কাজ করে যাচ্ছেন ২৯নং ওয়ার্ডের ধরাধরপুরের মোঃ কামরুল হোসেন। তিনি তরুনদের মধ্যে রানিং কার্লচারাল ছড়িয়ে দিতে টানা বিগত ৬ বছর যাবত দেশ ও বিদেশে প্রায় ৫০টি ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণ করে সফলতার সহিত সম্পন্ন করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, টাটা মুম্বাই ম্যারাথন, জয়পুর ম্যারাথন, কলকাতা ২০২৫ম্যারাথন, মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে কামরুল হোসেন জানান, রান করার মাধ্যমে একজন ব্যক্তি শারীরিক ও মানুষিকভাবে সুস্থ থাকতে পারে। এজন্য আমি সবাইকে রান করার জন্য উৎসাহ প্রদান করছি।