সোমবার, এপ্রিল ২১, ২০২৫
logo

নিখোঁজের তিনদিন পর নৌ শ্রমিকের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

নিখোঁজের তিনদিন পর নৌ শ্রমিকের লাশ উদ্ধার

 

নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীর গজারিয়া অংশ থেকে এক নৌ শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত নৌ শ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। এমভি ‘আল্লাহ ভরসা-৪’ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করতেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙ্গর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করতো সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের উপর দিয়ে সেখানে যেতে হতো। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেড যাওয়ার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। এদিকে রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তার লাশ ভেসে উঠলে সেটি উদ্ধার করে স্থানীয়রা।

নিহতের সহকর্মী আকির হোসেন বলেন, ‘একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফ দিয়ে যাওয়ার সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যায়। আমার ধারণা মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়ে তিনি তলিয়ে যান। যেখানে তিনি চলিয়ে গিয়েছিলেন তার দেড়-দুইশো গজ দূরে তার লাশটি ভেসে ওঠে আজ।’

ঘটনাস্থলে উপস্থিত নিহত নৌ শ্রমিকের মামাতো ভাই ফরিদ হোসেন বলেন, ‘খবর পাওয়া মাত্র আমরা এখানে ছুটে আসি। গত তিনদিন আমরা এখানেই অবস্থান করছিলাম। রবিবার দুপুর দেড়টার দিকে লাশ ভেসে উঠলে আমরা সেটি উদ্ধার করি এবং নৌ পুলিশকে খবর দেই।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’