সোমবার, এপ্রিল ২১, ২০২৫
logo

ছাতকে চলছে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা


মো. জাহিদুল ইসলাম ছাবিত, সুনামগঞ্জ প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

ছাতকে চলছে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা

সুনামগঞ্জের ছাতকে প্রথম বারের মতো শুরু হলো ছাতক উদ্যোক্তা মেলা-২০২৫ ইং। 

রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ছাতক পৌর এলাকার রওশন কমপ্লেক্সে মেলা শুরু হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপালচন্দ্র দাস, পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহিদসহ মেলার স্টল মালিকগন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে মেলাটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলায় আগত মোট ২৪ টি ষ্টল তারা পরিদর্শন করেন। এসময় মেলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।

মেলার প্রধান উদ্যোক্তা জুবায়ের আহমেদ জানান, ছাতকে প্রথমবারের মতো মেলাটি শুরু করে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করার পরিকল্পনা আছে।