শেখ আসাদুজ্জামান, ফকিরহাট প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপি ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসএএও কোয়ার্টার চত্ত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার সাধারন সম্পাদক আবুল আলা মাসুম, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কাজি ইয়াছিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায় প্রমূখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমন্ত্রিত অতিথি ও কমৃকর্তারা স্টল পরিদর্শন করেন।
এসময় বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মি ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে এসএএও কোয়ার্টার চত্বরে কৃষি বিষয়ক ৯টি স্টল বসেছে। স্টলগুলো দেখার জন্য অনেকেই ভীড় করছেন।