শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
logo

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার


মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ এএম

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি  গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়৷


গ্রেফতারকৃতরা হলো, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম(২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম(৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো ইসমাইলের স্ত্রী হামিদা বেগম(২৫)।


বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদকদ্রব্য আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কোট বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এমতাবস্থায় টেকনাফ থেকে আসা একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ৩ নারী মাদক কারবারির কাছে থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷


তিনি আরও বলেন, ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।