মো: গোলাম রসুল দিনার, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম
গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই জানাজায় দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার ও আওয়ামিলীগ নিষিদ্ধের দাবি করেছেন শিক্ষার্থী ও সব রাজনৈতিক দলের নেতারা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৩৫ মিনিটে গাজীপুরের রাজবাড়ি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
এসব বক্তারা বলেন, পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ও মোজাম্মেল লোকজন শিক্ষার্থীদের উপর হামলা করেছে। হামলায় আহত হয়ে শহীদ হয়েছে আবুল কাশেম। কাশেমের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নিব আমরা। স্বৈরাচারের দোষরেরা এখনো গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তেমনি শিক্ষার্থীদের উপর হামলার কারণে আওয়ামিলীগকে নিষিদ্ধ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, হেফাজত ইসলামি বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরারা বক্তব্য রাখেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সদর থানার নির্বাহী কর্মকর্তা, পুলিশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।