বুধবার, মার্চ ১২, ২০২৫
logo

সদরপুরে ৬টি মাটি বোঝাই ড্রাম ট্রাকসহ ৮ জন আটক


সদরপুর (ফরিদপুর) প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

সদরপুরে ৬টি মাটি বোঝাই ড্রাম ট্রাকসহ ৮ জন আটক

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে অবৈধভাবে মাটি পরিবহনকারী ৬টি ড্রাম ট্রাকসহ ৮ জনকে আটক করা হয়েছে।যাদের মধ্যে ট্রাকের চালক ও সহযোগীরা ছিলেন।


১২ ফেব্রুয়ারি রাতে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে সদরপুর থানার পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।
 

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব হোসেন জানিয়েছেন, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


মাটি অবৈধভাবে পরিবহন করা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষত অল্প সময়ের মধ্যে মাটি খনন বা পরিবহন করলে তা এলাকার কৃষি এবং ভূমি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া, সড়ক ব্যবস্থায়ও সমস্যা তৈরি হতে পারে।
 

প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান চালিয়ে সড়ক নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে, যা অন্যত্র একই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা সৃষ্টি করবে।