নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৬ এএম
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, যদি পশ্চিমারা ইরানের সঙ্গে নতুন করে আবার পারমাণবিক চুক্তি করে তবুও ইরানের বিরুদ্ধে কথিত ‘অভিযান’ অব্যাহত রাখবে ইসরাইল।
সম্প্রতি ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি নতুন করে করতে চায় পশ্চিমারা। কিন্তু ইসরাইল এখানে নিজেদেরে অসম্মতির কথা জানিয়েছে। ইসরাইল মনে করেন, এ চুক্তি ইরানকে পারমাণবিক শক্তি সঞ্চয় করা থেকে দূরে রাখতে পারবে না।
ডেভিড বার্নিয়া তার বক্তব্যে বলেন, ইসরাইল এই কার্যক্রমে অংশ নেবে না। যদি পারমাণবিক চুক্তি হয়ও; এটি ইরানকে আমাদের অভিযান থেকে মুক্ত রাখতে পারবে না।
ইসরাইলের গোয়েন্দা প্রধান বলেন, আমরা বিশ্বে ইরানের একাধিক হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছি। এটি আসলে ইসলামিক রিপাবলিক অব ইরান নয় তারা হলো টেরর রিপাবলিক অব ইরান।
এদিকে ইরানের সঙ্গে পশ্চিমারা পারমাণবিক চুক্তি করতে চায় যেন ইরান পারমাণবিক শক্তি বৃদ্ধি না করতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে তার বদলে ইরানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।