রবিবার, আগস্ট ৩, ২০২৫
logo

জনগণকে সাথে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৮ এএম

জনগণকে সাথে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী

তেলের দাম বৃদ্ধির সঙ্গে হিসাব করলে চালের দাম সর্বোচ্চ দুই টাকা বাড়তে পারে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর মধ্যে হঠাৎ করে ৮ বা ১০ টাকা বাড়িয়ে দেয়াকে অনুচিত বলে উল্লেখ করেন মন্ত্রী।

(১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা জানান। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস।

সাধন চন্দ্র জানান, আমি মন্ত্রী হলেও নিজেকে আওয়ামী লীগ কর্মী মনে করি। মানুষ সুখে থাকলেই নিজেকে মন্ত্রী হিসেবে সফল মনে করব। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা প্রকৃতির মতো অস্থির।

তিনি জানান, দেশের প্রকৃতির যেমন স্থিরতা নেই, একইভাবে দেশের ব্যবসায়ীদের মাঝেও নেই কোনো স্থিরতা। অস্থির ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম হঠাৎ করেই বাড়িয়ে দেন। তবে জনগণকে সাথে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে।

খাদ্যমন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতিতে চালের মূল্য নির্ধারণ করে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশেষ করে চাল দেশে উৎপাদন হওয়ায় সার্বিক দিক বিবেচনায় চালের দাম বেঁধে দেয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, মিনিকেট বলে কোনো চাল নেই। ভারতে কৃষকদের ছোট প্যাকেটে করে প্রণোদনা দেয়া হতো। ওই প্যাকেটে ধানের বীজও থাকত। সেখান থেকে মিনিকেট শব্দটি এসেছে।

আগামী ১ অক্টোবর থেকে ডিলারদের মাধ্যমে আটা বিক্রি শুরু হবে। দাম বাজার মূল্যের চেয়ে অর্ধেকেরও কম হবে। আর পাচার বন্ধে এখন থেকে খোলা আটার পরিবর্তে প্যাকেট করা আটা সরবরাহ করা হবে।