মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
logo

অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছে ভারত


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৪ এএম

অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছে ভারত

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবার ফুটবলের মতো অলিম্পিক থেকেও নিষিদ্ধ হতে পারে তারা। দেশটির জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) আগামী তিন মাসের মধ্যে পরিচালনা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করতে না পারলে ভারতীয় অ্যাথলেটরা অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড (৮ সেপ্টেম্বর) এনওসিকে চলমান আভ্যন্তরীণ বিরোধ, পরিচালনার ভুলত্রুটি এবং আদালতে চলমান মামলার কথা উল্লেখ করে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায়।

তারা জানিয়েছেন, এই নির্বাহী বোর্ড ডিসেম্বরে আইওসি'র পরবর্তী মিটিংয়ে এনওসি'র ওপর দ্রুত নিষেধাজ্ঞা আনবে যদি না তারা পরিচালনা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত ও আইওসি'র সন্তুষ্টি অনুযায়ী তা সমাধান না করে এবং অলিম্পিক চার্টার মোতাবেক চতুর্বার্ষিক নির্বাচন আয়োজন না করে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এই বোর্ড আরও জানায়, ভারতের অলিম্পিক কমিটির যে নির্বাচন ২০২১ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল তা এখনো অনুষ্ঠিত হয়নি।

যদি ভারতের ওপর নিষেধাজ্ঞা আনা হয় তবে দেশটির অ্যাথলেটরা অলিম্পিক ও অন্যান্য যেসব টুর্নামেন্ট এই আইন মেনে চলে সেসবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। সে ক্ষেত্রে তারা স্বাধীনভাবে বা নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে গেমসে অংশ নিতে পারবে।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা-অধ্যুষিত দেশ ভারত সবশেষ টোকিও অলিম্পিকে ৭টি পদক জয় করে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই অলিম্পিকে নিরাজ চোপড়া পুরুষদের বর্ষানিক্ষেপে স্বর্ণ জিতে ভারতকে প্রথমবারের জন্য ট্রাক অ্যান্ড ফিল্ডে সোনা এনে দেন।

ভারতের অলিম্পিক কমিটি এর আগে ২০১২ সালেও লন্ডন অলিম্পিকের পর পরিচালনা ইস্যু ও অলিম্পিক চার্টার ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হয়েছিল। পরে ২০১৪ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।