রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই আঞ্চলিক সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে গিয়ে ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা।

রোববার (ফেব্রুয়ারি ১৬) সকাল ৮টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন ছেইন এপ্যারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গেল কয়েক মাস ধরেই সময়মতো বেতন পরিশোধ করছেনা কারখানা কর্তৃপক্ষ। আজ ১৬ তারিখ হয়ে গেলেও এখনো তাদের গত মাসের (জানুয়ারি) বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এছাড়া সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারে আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং গত মাসের বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে প্রথমে অবস্থান নেন পরে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করেন। 

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে চেষ্টা চালাচ্ছে শিল্প পুলিশ। 

শিল্পপুলিশ ১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের চেষ্টা করছি।