নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পিলখানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুজ্জামান জয় কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্র জনতা
বুধবার দুপুরে ছাত্র জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটক কৃত ছাত্রলীগ নেতার নাম তৌহিদুজ্জামান জয় তিনি পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
আটককৃত ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে স্বঘোষিত যুবদল নামধারী নেতা শহীদুজ্জামানকে গণধোলাই দিয়েছে স্থানীয় ছাত্র জনতা।এই সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন,দুপুরে ছাত্রলীগ নেতা মোঃ তৌহিদুজ্জামান জয় কে আটক করে স্থানীয় ছাত্র জনতা পুলিশের হাতে তুলে দিলে সেখানে উপস্থিত হয়ে স্বঘোষিত যুবদল নেতা শহীদুজ্জামান পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নিতে চাইলে উত্তেজিত ছাত্র জনতার হাতে মাইরের শিকার হন। বিষয় টা জানতে শহিদুজ্জামানকে ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
এই বিষয়ে জানতে মহানগর যুবদল নেতা মোহাম্মদ জাভেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক সাধারণ ছাত্র জনতা হত্যাকারী সন্ত্রাসীদের কে পুলিশ থেকে যে ছাড়াতে আসবে তাদের বিরুদ্ধে ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।
পাঁচলাইশ থানা পুলিশের ডিউটি অফিসার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন থানা ছাত্রলীগের এক নেতা কে স্থানীয় ছাত্র জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই সময় যুবদল নেতা পরিচয় দিয়ে মোহাম্মদ শহীদুজ্জামান পুলিশের হাত থেকে চিনিয়ে নিতে চাইলে উত্তেজিত ছাত্র জনতার সাথে হাতাহাতি হয়। এই সময় পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।