যোবায়ের হোসেন জাকির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ভর্তিচ্ছুদের সহায়তায় চালিয়েছে নানান তৎপরতা। তারই অংশ হিসাবে ক্যাম্পাস পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে এই অভিযান শুরু হয়ে জাবি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে শুরু করে এই পরিচ্ছন্নতা অভিযান ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে অমর একুশে ভাস্কর্য পার হয়ে বিশ্ববিদয়ালয়ের মুল সড়ক দিয়ে এগিয়ে গিয়ে শহীদ মিনার পর্যন্ত যায়। শেষে শহীদ মিনার চত্বরও পরিষ্কার করেন জাবি ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, ভর্তি পরীক্ষার শুরু থেকে আজ অবধি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নিরলসভাবে কাজ করে গেছে জাবি ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের কলম উপহার, কেন্দ্র চিনিয়ে দেওয়া, প্রাথমিক চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তা করাসহ ক্যাম্পাসে বাইক সার্ভিস দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে আমাদের নেতাকর্মীদের নিয়ে আজকের কর্মসূচি পালন করছি।
এর আগে ক্যাম্পাসে বাইক সার্ভিস, শিক্ষার্থীদের কলম উপহার, প্রাথমিক চিকিৎসা সামগ্রী সরবারাহসহ নানান তৎপরতা চালিয়েছে জাবি ছাত্রদল। পরিশেষে ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতার জন্য তারা তাদের কর্মসূচি পালন করেছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, এবছর ছয়টি ইউনিটে মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়ছেন।
উল্লেখ্য, এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) 'বি' ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে।