বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
logo

ঢাকা-নারায়ণগঞ্জ ৪ ট্রেনের শিডিউল বাতিল করলো কর্তৃপক্ষ


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২২ এএম

ঢাকা-নারায়ণগঞ্জ ৪ ট্রেনের শিডিউল বাতিল করলো কর্তৃপক্ষ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ৪টি ট্রেনের শিডিউল বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। টানা বৃষ্টির কারণে এ রুটের কিছু কিছু জায়গায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

(১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আফসার উদ্দিন।

আফসার উদ্দিন জানিয়েছেন, নারায়ণগঞ্জ রোডে চলাচলকারী ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ নাম্বার ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এগুলোর সবকটিই লোকাল ট্রেন। বৃষ্টির পানিতে বিভিন্ন জায়গায় রেললাইন ডুবে গেছে, এজন্য এগুলোর শিডিউল বাতিল করা হয়েছে। 

পানি কমে রেললাইন জেগে উঠলে তারপর ট্রেনগুলো চালানো হবে বলেও জানান তিনি।

রেলওয়ের তথ্যমতে, ট্রেনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ কমিউটার ২ (১১২) ঢাকা থেকে ভোর সাড়ে ৫টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৪ (১১৪) ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল নির্ধারিত। অন্যদিকে নারায়ণগঞ্জ কমিউটার ১ (১১১) নারায়ণগঞ্জ থেকে সকাল সাড়ে ৬টায় এবং নারায়ণগঞ্জ কমিউটার ৩ (১১৩) নারায়ণগঞ্জ থেকে বিকেল ৩টায় ছাড়ার শিডিউল রয়েছে।