রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ


মো: আতিকুর রহমান, সিংড়া প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

নাটোরের সিংড়ায় ১৪৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৫লাখ ৮৪ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি ও ২৬ জন শিক্ষার্থীর মাঝে বাই-বাইসাইকেল বিতরণ করা হয়।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।


সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিহাদ, আব্দুল মমিন, নিস্তাক আহমেদ বিল্তু প্রমূখ।