মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
সৌদি আরবের জেদ্দা এরাবিয়ান স্টার ট্রাভেলস এন্ড টুরিজম পরিদর্শন করেছেন ফারহান এভিয়েশন সার্ভিসেস এর মালিক মোহাম্মদ নুরুল আলম এ সময় তিনি বলেন প্রথম বাংলাদেশী হিসেবে এইএটিএ এর অনুমোদন প্রাপ্ত মক্কা জেদ্দা রুটে ব্যবসা শুরু করেন। প্রবাসী বাংলাদেশী ও প্রবাসী ব্যবসায়ীদের সহজভাবে টিকেট সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রবাসী ও ব্যবসায়ীদের মন জয় করতে সাক্ষাম হবেন।
অফিস পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন এরাবিয়ান স্টার ট্রাভেলস এন্ড ট্রুরিজম এর সিও শামসুল আলম এবং এরাবিয়ান স্টার ট্রাভেলস এন্ড ট্যুরিজম এর জিএম শামসুর আলম ও মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম। এ সময় ফারহান এভিয়েশন সার্ভিসেস এর স্বত্বাধিকারী আরও বলেন নতুন ভাবে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশী হিসাবে আইএটার অফিস করে প্রবাসী এবং
ব্যাবসায়ীদের মন জয় করে সফলতার শীর্ষে যাবেন বলে মনে করেন। তিনি আরও বলেন ব্যবসা ধরে রাখতে হলে প্রবাসী সহ সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে।