সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম
আসন্ন ২২ ফাল্গুন হযরত আবদুল আজিম মাইজভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রামের পাটিয়া থানার হুলাইন গ্রামের সিকদার পাড়া নতুন বাড়ীস্থ আজিম ভান্ডার দরবার শরীফে এই প্রস্তুতি সভা দরবার শরীফের অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মদ কামরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বযে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আজিম মাইজভান্ডারীর জৈষ্ঠ পৌত্র শাহাদাত হোসাইন রাসেল, ইউনুচ চৌধুরী, জাহিদুল ইসলাম আসিফ, মোহাম্মদ ইউচুপ, আরিফুল ইসলাম, মহিউদ্দিন, আজাদ, মাঈন উদ্দীন, মওলানা মোহাম্মদ ফারুখ, অমিত হাসান, সাদ্দাম, আবু ছিদ্দিক, বাবুল, রুহিত, আবুল হোসেন, মোহাম্মদ ফারুখ, শাকিল, ইদুল হক, রবিউল হোসেন, শহীদুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আইয়ুব, মো শাকিল, সামি, আনোয়ার, আবিদ, এমরান, বাদন, মেহেদী, সায়েম, ইমতিয়াজ, অভি ও তামিম প্রমুখ।।