শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা মহান মাতৃভাষা দিবস পালন


সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা মহান মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মহান মাতৃভাষা দিবসের র্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যাগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার আমীর ডা. খোরশেদ আলম, চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছের, উপজেলার সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াসিন, পৌরসভার আমীর মুহাম্মদ হারুন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সমাবেশে ২১ এর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীন ভাবে শহিদ দিবস উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। দেশের মানুষ স্বাধীন ভাবে চলাফেরা সুযোগ পায়নি, গত ৩৬ জুলাই এদেশে ছাত্র-জনতার অব্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করি, যে কোন কিছুর বিনিময়ে আমরা সেই স্বাধীনতা কে রক্ষা করতে প্রস্তুত আছি।

 

বর্তমান সময়ে ফ্যাসিবাদী শক্তি আমাদের ভিতর ডুকে আমাদের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লীপ্ত আছে, তাদের ফাঁদে পা দেওয়া যাবেনা।

 

যেখানে ফ্যাসিবাদ সেখানে আমরা সিংহের মতো ঝাঁপিয়ে পড়বো। আগামী দিনে যে কোন আন্দোলনে বিগত সময়ের মতো জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি কে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করা হয়।

 

৫২,৯৬,৭১ সালের মতো ৩৬ জুলাই ২০২৪ দুই হাজার শহীদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতাকে কেউ বিনষ্ট করার চেষ্টা করলে জামায়াতে ইসলামী এদেশের সাধারন ছাত্র-জনতাকে সাথে নিয়ে যে কোন অন্যায় অবিচারকে রুখে দিবে-ইনশাআল্লাহ।

 

বক্তারা আরো বলেন-আগামীদিনে যে নির্বাচন অনুষ্টিত হবে সে নির্বাচনে জামায়াতের প্রার্থীকে নির্বাচিত করে বোয়ালখালীবাসীকে সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানানো হয়।