শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
logo

মাতৃভাষা দিবসে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বর্ণাঢ্য আয়োজন


কামরুল হাসান, চট্টগ্রাম প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

মাতৃভাষা দিবসে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বর্ণাঢ্য আয়োজন

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

 

ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ এবং বেসরকারিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হাতে নিয়েছে নানা কর্মসূচি।

 

শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। একুশ পালনের কর্মসূচিতে রয়েছে ২১ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত। আর অন্যান্য ধর্মাবলম্বিদের স্ব স্ব উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

 

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, হল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

 

সকাল ৮টায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ এবং এরপর শহীদ বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উদযাপনে নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।

 

চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান এ কর্মসূচি সর্ম্পকে জানান, দিনটি উদযাপনে সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উত্তর গোল চত্বর থেকে প্রভাত ফেরির র‌্যালি শুরু হবে এবং তা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এরপর সকাল ৮টায় শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

এছাড়াও সকাল ১০টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৩টায় কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যায় দেশাত্মবোধক গান এবং সবশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে তিনি জানান।  

 

এদিকে দিনটি উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ও শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি, সকাল ৮টা ১ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সাড়ে ন’টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানা গেছে।

 

এছাড়াও নগরীর চট্টগ্রাম কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি পালনে নানা কর্মসূচির আয়োজন করেছে।

 

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা। এতে সাধারণ পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এবং র‌্যাব এ ৩টি স্তরের দায়িত্বে থাকবে।

 

এছাড়া বিভিন্ন এলাকার স্পর্শকাতর স্থাপনাগুলোতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এবিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সদর) শফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের প্রবেশ, ফুল দেওয়ার সময় র‌্যাব-পুলিশের পাশাপাশি প্রায় ৮০ জন আনসার সদস্য ও বিএনসিসি’র কর্ণফুলী রেজিমেন্টের ৪০ জন সদস্য দায়িত্ব পালন করবে।