শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
logo

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী


অরবিন্দ রায়, নরসিংদী প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,দেশের জনগনের ভোটাধিকার নিয়ে কোন প্রকার ছিনিমিনি খেলা যাবে না। দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে। আন্দোলন শেষ হয়ে যায়নি দেশবাসীকে  আরো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

 
তিনি আরো  বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নির্বাচনের রোডম্যাপের দাবীতে  আমাদের সভা করতে হচ্ছে।  সব কিছুই হতে হবে জিয়া মতবাদকে ভিত্তি করে। তাই জিয়ার সাম্য ও জাতীয়তাবাদের ভিত্তিতেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে। 


শনিবার  বিকেলে নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন। 


এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল,  সহ-সাংগঠনিক সম্পাদক  নজরুল ইসলাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জি আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।