রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

সিলেট তামাবিল জাফলং মহাসড়কের কাটাগাং এলাকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা


মোঃ বিলালুর রহমান, জৈন্তাপুর প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

সিলেট তামাবিল জাফলং মহাসড়কের কাটাগাং এলাকার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

সিলেট তামাবিল জাফলং-মহাসড়কের কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চাপায় দুই তরুন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ১জন।

 
নিহতরা হলেন ডিবির হাওর এলাকার নববিবাহিত দেলোয়ার হোসেন (২৫), বিড়াখাই-হাটির গ্রামের তোফায়েল আহমদ (২৭)। গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহী বিড়াখাই- হাটির গ্রামের সাব্বির আহমদ (২৬) কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


২৩ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সারীঘাট থেকে মোটরসাইকেল আরোহী ৩ জন তরুন জৈন্তাপুর বাজারের দিকে আসছিলেন কাটাগাং নামক স্থানে আসার পর এসময় হালকা বৃষ্টিপাত শুরু হলে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের-কে চাপা দিয়ে দ্রুত্ব চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হন। 


ঘটনার পর তামাবিল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় লাশ উদ্বার করে জৈন্তাপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিহতদের লাশ দেখে পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করেন।


জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরজ্জামান নিহতের বিষয়ে তিনি নিশ্চিত করেছেন। তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার (ইনচার্জ) হাবিবুর রহমান জানান,ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুঘটনার কারণ ও ট্রাক চাপার ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।