নিজস্ব প্রতিবেদক, সিলেট প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম
সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের শংকরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) শংকরপুর গ্রামের দক্ষিণের মাঠে এ ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আসকির মিয়া।
শংকরপুর যুব সমাজ কল্যাণ সংস্থা'র সভাপতি নোমান আহমদ ও সাধারণ সম্পাদক নাজির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপি'র গণশিক্ষা বিষয়ক সম্পাদক,
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ'র নির্বাচিত পরিচালক ও দেওয়ানবাজার সবুজ দল ফুটবল ক্লাবের প্রধান উপদেষ্টা সাহিদুল হক সোহেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম টেলিকমের স্বত্বাধিকারী শাহীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইয়াবর আলী, দেওয়ানবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিলেট জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবলু, বালাগঞ্জ উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী আব্দুল আহাদ সাবুল, সৌদি আরব প্রবাসী সালাউদ্দিন, সমসু মিয়া, ওমান প্রবাসী মিজানুর রহমান, কাতার প্রবাসী জাবের আহমদ, সমাজ সেবক অজুদ আহমদ, ফয়েজ আহমেদ, সুজন মিয়া, রুবেল আহমদ, শামিম আহমদ, মাওলানা সুমন মিয়া প্রমুখ।
উল্লেখ্য, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জায়েন্টস অফ শংকরপুর এবং রানার্সআপ হয়েছে সুপার স্টাইকার্স অফ শংকরপুর।