মোহাম্মদ ইয়াসিন(সাভার) প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম
ঢাকার অদূরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নুরে আলম সিদ্দিকীকে হঠাৎ করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তবে কী কারণে মাত্র দেড় মাসের মাথায় নুরে আলম সিদ্দিকীকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।তবে প্রশাসনিক কারনে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল)শাহীনুর কবির।
গত ০৮ জানুয়ারিতে আশুলিয়া থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করেন নুরে আলম সিদ্দিক। চলমান সময়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে ছিনতাই,ডাকাতি সহ জুট ব্যাবসা নিয়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলাগুলির ঘটনাও লক্ষ করা যায়।
আইনশৃঙ্খলা চরম অবনতিই তার বদলীর কারন হিসেবই অনেকেই মনে করছেন।
তিনি আশুলিয়া থানায় পদায়নের আগে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়নগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী ফরিদপুর জেলাধীন সদরপুর থানার খালাসী ডাংগী গ্রামে। তিনি ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।