রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ


অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

দেশজুড়ে অব্যাহত ভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।


এ ছাড়াও টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে।


অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ, শিক্ষার্থী তাওহীদা ইসলাম স্বপ্নীল, প্রেমা সরকার প্রমুখ ।


এ সময় বক্তরা বলেন, আমাদের ঘর থেকে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা দেশ, মহাসড়কে যানবাহন কোথাও মা-বোনেরা নিরাপদ নয়।


গত রবিবারের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ১৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে ফলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের দায়িত্বে রয়েছেন তার কার্যক্রমও সন্তোষজনক নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।


তারা আরও বলেন, যৌথ বাহিনীর তেমন তৎপড়তা চোখে পড়েনি। তারা ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশটা আরও শান্ত হবে।


এ ছাড়াও তাদের অন্যায়, অনিয়ম, চুরি, ছিনতাই ও ডাকাতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।