রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo
মহাসড়কে আন্তঃ জেলা বাস ডাকাতি

ডাকাত সর্দারসহ একজন গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধার


নাজমুল আদনান প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

ডাকাত সর্দারসহ একজন গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধার

 

 

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্বাবধানে অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফোর্সদের সমন্বয়ে ডিবির একটি আভিযানিক টিম বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত মূল হোতাসহ সহযোগী আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মির্জাপুর থানা টাঙ্গাইল এলাকায় আলোচিত বাস ডাকাতি মামলায় ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শহিদুল ইসলাম মহিদুল মুহিত (২৯), ২। মোঃ সবুজ (৩০), ৩। মোঃ শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮) দের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় অত্র মামলার ঘটনার মাস্টার মাইন্ড এর নাম আলমগীরকে গুপ্তচরের তথ্য মোতাবেক মাস্টার মাইন্ড আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ আলমগীর (৩৪) কে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন সাধুপাড়া গ্রাম থেকে আটক করা হয় এবং তার হেফাজত হতে লুণ্ঠিত ৪২১০/-৫২ টি রুপার আংটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন ঘানার একাধিক ডাকাতি মামলাসহ মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আলমগীর জানায় যে, অত্র মামলার ঘটনায় লুন্ঠিত মোবাইল ফোন সেট, ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মহিলা যাত্রীদের নিকট থেকে লুন্ঠন করা এমিটেশনের গহনা তার আপন ভাই মোঃ রাজিব হোসেন (২১) এর নিকট জমা রেখেছে। পরবর্তীতে আলমগীরের দেখানো মতে ঢাকা জেলার আশুলিয়া ধানাধীন ধানসোনা এলাকাধীন পশ্চিম পলাশবাড়ি থেকে মোঃ রাজিব হোসেন (২১) কে আটক করা হয় এবং রাজিবের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় লুন্ঠিত বিভিন্ন মডেলের ১০ টি মোবাইল ফোন সেট, মহিলা বাস যাত্রীদের হাত থেকে লুণ্ঠন করা ২ জোড়া মোটা ও ৩ জোড়া চিকন এ্যামিটেশনের চুড়ি, ০৩ টি ব্যাগ, এনআইডি কার্ড ০৩ টি, এটিএম ০১টি, বাস যাত্রীর (ভিকটিম) টিকিট ০১টি, এবং অত্র মামলার ঘটনায় ব্যবহৃত ২টি ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় জেলা গোয়েন্দা শাখা (উত্তর), টাঙ্গাইল এর হেফাজতে আছে, আসামীদের জিজ্ঞাসাবাদ সহ আরও জোরালো অভিযান অব্যাহত আছে।