রবিবার, এপ্রিল ২০, ২০২৫
logo

আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন


মহিবউল্লাহ কিরন  প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

আমতলীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালন

 

 

 

 

বরগুনার আমতলীতে নানা কর্মসূচীর মধ্যো দিয়ে আজ মঙ্গলবার সকালে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের আয়াজনে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদে পৌঁছে শেষ করে। পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, এলজিইডির প্রকৌশলী মোঃ ইদ্রিস,যুব উনয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, কৃষি রেডিওর স্টশন ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম, জনস্বাস্হ উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহাগ হাসান, বিআরডিবি কর্মকর্তা মোঃ ফিরাজ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ওহাব হাওলাদার,আমতলী পৌরসভার হিসাব রক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।