বিএইচ টিটু, সদরপুর (ফরিদপুর) প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলার চ্দ্রপাড়া-সদরপুর সড়কের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অটোবাইক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে মোস্থাফিজুর রহমান(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯:৩০মি: সদরপুর উপজেলার মহিলা কলেজ গংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান (১৭) সদরপুর সরকারী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও পার্শ্ববর্তী ভাংগা থানার নাসিরাবাদ ইউনিয়নের কোষা-ভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতি সম্পূর্ণ অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ( ১)মোস্তাফিজুর রহমান সহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান কে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।