নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৯ এএম
ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করলে বেসামরিক রুশ নাগরিক ও বিদেশিদের প্রতি মাসে প্রায় তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা বেতন দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়ান সেনাবাহিনী।
(১৮ সেপ্টেম্বর) রুশ সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, যুদ্ধে অংশ নিতে রাশিয়ান এবং বিদেশি নাগরিকদের কমপক্ষে ১৮ থেকে ৬০ বছর বয়সী হতে হবে। এছাড়াও তাদের কমপক্ষে উচ্চ-মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
মেজর সের্গেই আরদাশেভ বলেছেন, দেশপ্রেমিক নাগরিকরা এ বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করতে তিন বা ছয় মাসের চুক্তিতে সই করতে পারবেন।
দেশটির সেনাবাহিনী সূত্র জানিয়েছে, এক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন হবে প্রায় এক লাখ ৬০ হাজার রুবেল অর্থাৎ দুই হাজার সাতশ' ডলার। যা রুশ নাগরিকদের জাতীয় গড় আয়ের প্রায় তিনগুণ।
অন্যদিকে রাশিয়ার দখল থেকে খারকিভসহ একাধিক অঞ্চল পুনরুদ্ধার করেছে ইউক্রেন। খেরসন উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে তারা। এ অবস্থায় চাপে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সমরবিদরা মনে করছেন, বিপদজ্জনকভাবে যুদ্ধ সম্প্রসারিত করতে পারেন পুতিন। তবে পরমাণু যুদ্ধে জড়াবেন না তিনি। সংশ্লিষ্টদের ধারণা, ইউক্রেন যুদ্ধে নিজদের দাপট ফেরাতেই বেসামরিক রুশ নাগরিক ও বিদেশিদের দিকে নজর দিয়েছে মস্কো। নতুন করে সেনা জড়ো করছে পুতিন প্রশাসন।